ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২০ জুলাই ২০২৩

ফরিদপুরে এক শিশুকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কবির শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ রাতেই কবির শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

কবির শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের মৃত দিলা শেখের ছেলে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু

মামলা সূত্রে জানা গেছে, রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে মো. কবির শেখ মুখ চেপে ধরে পাশে থাকা ভাটি গাছের ঝোপের মধ্যে নিয়ে যায়। পরে তার ইচ্ছের বিরুদ্ধে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে থাকে। একই সঙ্গে শিশুটিকে ভয়ভীতি দেখায় ও মেরে ফেলার হুমকি দেয়। তখন শিশুটির পরনে থাকা কাপড়-চোপড় খুলতে গেলে শিশুটি বাঁচাও বাঁচাও বলে ডাক-চিৎকার করে। শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা ও চাচা এসে তাকে উদ্ধার করে। এ সময় কবির শেখ পালিয়ে যায়।

এ ব্যাপারে কবির শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় মামলা করার পরপরই অভিযুক্ত কবির শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম