কৃষক হত্যার ১৫ বছর পর রায়, একজনের যাবজ্জীবন
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় সাইফুল ইসলাম জাফি নামে এক কৃষক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও তিনজনকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৯ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
রায়ে জীবননগর উপজেলার মারুফদা গ্রামের শাহাজুল মনুর ছেলে শাহনেওয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই গ্রামের শাহাজুল মুন, আমিরুল ইসলাম ও আল হাসান আবু সাঈদকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. বেলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার মারুফদা গ্রামের শাহাজুল মুনের সঙ্গে তার প্রতিবেশী সাইফুল ইসলাম জাফির বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে ২০০৮ সালের ১ জুন দুপুরে মুনসহ তার পরিবারের সদস্যরা জাফি, আজিজুল হক ও ইদ্রিস আলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর কৃষক জাফি মারা যান।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার তৎকালীন এসআই জিয়াউল হক ২০০৮ সালের ৩১ আগস্ট আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মো. মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।
হুসাইন মালিক/এমআরআর/এএসএম