ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় সেফটি ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৭ মার্চ ২০১৬

কুমিল্লায় একটি বেসরকারি কলেজের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রী কলেজের সেফটি ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ।

উদ্ধারকৃত কঙ্কালটি একজন পুরুষের বলে ধারণা করা হচ্ছে।
 
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব জানান, কলেজ কর্তৃপক্ষ সেফটি ট্যাংকটি পরিস্কার করার সময় একটি কঙ্কাল দেখতে পায়। এলাকায় ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে কঙ্কালটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই এলাকায় কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। কঙ্কালটি এলাকার কারো নয় বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে এনে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই কঙ্কালের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।  

কামাল উদ্দিন/এফএ/আরআইপি