নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সব আসামি গ্রেফতারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ের এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকা ও বকশীগঞ্জ উপজেলার প্রেস ক্লাব কর্মসূচির আয়োজন করে।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। এসময় বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড: এখন পর্যন্ত ৬ নেতাকর্মী বহিষ্কার
এছাড়াও সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন প্রমুখ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, যেসব আসামি এখনও গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতারের করতে হবে। সেই সঙ্গে যারা হত্যাকাণ্ডের নেপথ্যে তাদেরও আইনের আওতায় এনে নতুন এফআইআরভুক্ত করতে হবে।
এসময় সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত তার বক্তব্যে বিভিন্নসময় নাদিমের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হুমকির ধারাবাহিক বর্ণনা দেন এবং নেপথ্যের হোতাদের বিচারের আওতায় আনার দাবি করেন।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন (বুধবার) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম