পুকুরে ডুবে প্রাণ গেলো মামি-ভাগনির
ফাইল ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ঘাস পরিষ্কার করার সময় পানিতে ডুবে মামি-ভাগনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী জিম বেগম (২২) ও রুহুল আমিনের মেয়ে উর্মিলা খাতুন (৮)। তারা সম্পর্কে মামি-ভাগনি।
আরও পড়ুন: বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
মৃতের স্বজনরা জানায়, দুপুরে জিম বেগম পুকুরের পানিতে ঘাস পরিষ্কার করতে যায়। এসময় তার সঙ্গে থাকা উর্মিলা খাতুন পুকুরের পানিতে গোসল করতে নামেন। শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করতে জিম বেগম পানিতে লাফ দেন। এতে দুজন ডুবে যান। পরে খবর দিলে পলাশবাড়ী ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, পুকুরের পানিতে ডুবে মামি-ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান