ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে কুকুরের কামড়ে আহত ২৮

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২০ জুলাই ২০২৩

মৌলভীবাজারে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নেন।

আহতদের মধ্যে মো. আজিজ মিয়া (২৫), ময়নুল ইসলাম (৩১), কালাচাঁন (৩৩), মারজান মিয়া (২৩), আবুল হোসেন (৩৩), সোবহান মিয়া (৩০), বিশ্বজিৎ (৩৫), সাইফুল মিয়া (৩০), অর্পা দাস (১৫), ইউনুছ মিয়া (৩৮), শেখ মাসুদ (৬০), রাজা মিয়া (৩০) নাম পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুন: কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে শহরের সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ২৮ জন আহত হন। তারা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত রাজা মিয়া বলেন, রাত ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসের-নগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দ্র ভৌমিক জানান, কুকুরের কামড়ে আহত ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম