ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে সাজাভোগ শেষে ফিরলেন ৪০ বাংলাদেশি

জেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২০ জুলাই ২০২৩

ভারতে সাজা ভোগ করে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ৪০ বাংলাদেশি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেন।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ২০ নারী ও ২০ শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। সাজাভোগের পর তারা পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমে ছিলেন।

ফেরত আসা এক নারী জানান, দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছি। সেখান থেকে ভারতের কয়েকটি এনজিও আমাদের বিভিন্ন শেল্টার হোমে আশ্রয় দেয়। ওই সব শেল্টার হোমে অনেক বাংলাদেশি নারী-শিশু রয়েছেন। তারা দেশে আসার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা সেখানে ২ থেকে ১০ বছর সাজা ভোগ করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ১৭, রাইটস যশোর ১৬ এবং মহিলা আইনজীবী সমিতি সাতজনকে নিজেদের শেল্টার হোমে নিয়ে যান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম