ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২১ জুলাই ২০২৩

নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে পুকুরে ডুবে নাবিল মোল্যা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার এ ঘটনা ঘটে। নাবিল উত্তর ডুমুরিয়া গ্রামের আনিসুর মোল্যার ছেলে।

নাবিলের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নাবিল। কিন্তু বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে নাবিলের মরদেহ ভাসতে দেখেন তার মা।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জাগো নিউজকে বলেন, বিষয়টি দুঃখজনক। পুকুরের ডুবে শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাফিজুল নিলুু/এমএএইচ/এএসএম