ডোবায় ভাসছিল ৪ মাসের শিশুর মরদেহ, বাবা-মা-দাদি আটক
ফাইল ছবি
চার মাসের শিশু আরিয়ানকে নিয়ে রাতে ঘুমিয়েছিলেন তার বাবা-মা। কিন্তু সকালে তারা জেগে দেখেন বিছানায় সন্তান নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের চৈয়ারগতি এলাকায়। পরে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির বাবা জিহাদ মিয়া, মা পান্না আক্তার ও দাদি শাহিনা আক্তারকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চৈয়ারগাতি গ্রামের জিহাদ মিয়া ও তার স্ত্রী শুক্রবার রাতে তাদের চার মাসের ছেলে আরিয়ানকে নিয়ে ঘুমাতে যান। শনিবার (২২ জুলাই) সকাল ছয়টার দিকে স্বামী-স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন বিছানায় তাদের শিশুটি নেই, ঘরের দরজাও খোলা।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশু আরিয়ানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করে।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত শিশুটিকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা-বাবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
এইচ এম কামাল/এমআরআর/এএসএম