গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
প্রতীকী ছবি
গাইবান্ধার ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারী) গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রান্নাঘর সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
স্বজনরা জানায়, বিকেলে নিজ ঘরে বিদ্যুতের সমস্যা দেখা দিলে মিন্টু নিজেই সমস্যাটি সমাধানের জন্য কাজ করতে থাকে। এসময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মিন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস