ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১২ বছর পর ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৫ জুলাই ২০২৩

ঝালকাঠির ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইস্রাফিলকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুলাই)রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইস্রাফিলের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর রাজনগর গ্রামে।

র‌্যাব-৪ সূত্র জানায়, ইস্রাফিল ডাকাত দলের দলনেতা। ২০০৮ সালে ঝালকাঠির রাজাপুর থানার গালুয়া গ্রামের হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতির সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর ২৫ মাস জেলে থাকার পর তিনি জামিনে মুক্ত হয়। জামিনে ছাড়া পেয়েই আত্মগোপনে চলে যান ইস্রাফিল।

আরও পড়ুন: জয়পুরহাটে ৪ মাদক কারবারির যাবজ্জীবন

এর আগে গত বছরের ২৯ মে আদালত ডাকাতি করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের লেফট্যানেন্ট কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, জামিনে মুক্ত হওয়ার পর দীর্ঘ ১২ বছর ছদ্মবেশে সাভারের আশুলিয়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন ইস্রাফিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বি.এম খোরশেদ/জেএস/জেআইএম