মেহেরপুরে জামায়াতের ৮ নারী কর্মী গ্রেফতার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। সরকার বিরোধী নাশকতা মূলক কার্যকলাপ, উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনা সভা করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বুধবার (২৬ জুলাই) দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেফতাররা হচ্ছেন খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলচম খাতুন (৩৮), মনোয়ার হোসেনের স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দিনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭) ও শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। পরে জামায়াতের আট নারীকে আট্ক করা হয়।
তিনি আরও বলেন, আটক নারীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
আসিফ ইকবাল/এসআর/জিকেএস