কোমরে পেঁচানো কাপড়ে মিললো আড়াই কেজি সোনা, কারবারি আটক
চুয়াডাঙ্গার দর্শনা থেকে আড়াই কেজি ওজনের চারটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটকের নাম কুসুম পোদ্দার (৪৭)। তিনি গাজীপুর জেলার টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের হারিসাধন পোদ্দারের ছেলে।
আরও পড়ুন: নারীর দেহ তল্লাশি করে মিললো আড়াই কেজি সোনা

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে দিয়ে সোনা পাচারের সময় সন্দেহভাজন একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড় থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়।
আটকের বিরুদ্ধে বিজিবির নায়েক রবিউল ইসলাম ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস