এখন আওয়ামী লীগ না করলে চাকরি হয় না: ফয়জুল করিম
আওয়ামী লীগ দেশে সাম্য রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি বলেন, পশ্চিমারা সাম্য রক্ষা না করার কারণে পূর্ব বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই সাম্য আজ নেই।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্তমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, ‘এখন আওয়ামী লীগ না করলে চাকরি হয় না, আওয়ামী লীগ করলে চাকরি হয়। আওয়ামী লীগ করবেনতো আপনার পেট ভরা থাকবে; আওয়ামী লীগ করবেন না, আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে। আওয়ামী লীগ করবেন, কোনো বস্ত্রের অভাব নাই। আওয়ামী লীগ করবেন না, আপনাকে খালি গায়ে হাঁটতে হবে। আওয়ামী লীগ করবেন, আপনার বাসস্থানের অভাব নেই; আওয়ামী লীগ করবেন না, খোলা আকাশের নিচে ঘুমাতে হবে। আওয়ামী লীগ করবেন আপনার চিকিৎসার অভাব নাই; আওয়ামী লীগ করবেন না আপনাকে ধুঁকে মরতে হবে। তাহলে এ দেশে কি সাম্য আছে?’
তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। সেটা তত্ত্বাবধায়ক হোক কিংবা নিরপেক্ষ বা জাতীয় সরকারের অধীনেই হোক। ভোট হতে হবে অবাধ ও সুষ্ঠু।
ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে জেলা শাখার সভাপতি মুহিবুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা শাখার সভাপতি আবু জাফর আহমেদ, সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম ওসমানী, উল্লাপাড়া শাখার সাধারন সম্পাদক মানসুরুল হক, বেলকুচি শাখার সাধারন সম্পাদক, জয়নাল আবেদীন প্রমুখ।
এম এ মালেক/এসআর/জেআইএম