ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এসএসসি

পলাশে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে শতভাগ পাস

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৮ জুলাই ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ বছর ৭২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ জন জিপিএ-৫ এবং বাকিরা সকলেই জিপিএ-৪ পেয়েছে।

jagonews24

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কমান্ডার (অব.) এম শামসুল আলম মিয়া বিএন (অব.) বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনায় এমন ফলাফল সম্ভব হয়েছে। এসময় তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহ্ মো. জুয়েল রেজা বলেন, শিক্ষার্থীদের সচেতন ও বিচক্ষণ নাগরিক হিসেবে তৈরিতে আমাদের প্রতিষ্ঠানে সক্রিয় রয়েছে। আগামীর বাংলাদেশ পরিচালনায় নৈতিকতা সমৃদ্ধ, দক্ষ, যোগ্য ও আত্মপ্রত্যয়ী সুনাগরিক তৈরিতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

এএইচ/এমএস