ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুরায় গড়পাড়া ইমামবাড়িতে হবে সর্ববৃহৎ শোক মিছিল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৯ জুলাই ২০২৩

মানিকগঞ্জের শতাব্দীপ্রাচীন গড়পাড়া ইমামবাড়ি এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ১০ দিনব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যা গত ২০ জুলাই ১ মহররম শুরু হয়েছে।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হজরত ইমাম হোসেন (রা.) এর মহান আত্মত্যাগকে স্মরণ করে এবারও আশুরার দিন শনিবার (২৯ জুলাই) গড়পাড়া ইমামবাড়ি থেকে দেশের সর্ববৃহৎ শোক মিছিল বের হবে।

মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর নীতি, আদর্শ সমুন্নত রাখার পাশাপাশি সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রায় ১৪০০ বছর আগে ৬১ হিজরিতে দুশ্চরিত্র, দুরাচার, স্বৈরশাসক পাপিষ্ঠ ইয়াজিদ ও তার দোসর সিমার, ওলিদ এবং মারওয়ানদের ঘৃণ্য, অমানবিক এবং পৈশাচিকতার শিকার হয়ে নির্মমভাবে শহীন হন ইমাম হোসেন।

ইমাম হোসেন একা নন, ৬১ হিজরি কারবালার ফোরাতকূলে ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসেনের শিশুসন্তান হজরত আলী আসগর, হজরত আলী আকবর, ভাতুষ্পুত্র হজরত কাশেম আলী, পরিবার-পরিজন এবং ৭২ সঙ্গীও নির্মমভাবে শহীদ হন।

আরও পড়ুন: পবিত্র আশুরা আজ

মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি স্মরণাতীতকাল থেকেই ইমাম হোসেনের সে মহান আত্মত্যাগ ও সপরিবারে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। এ উপলক্ষে প্রতিবছর ১ থেকে ৯ মহররম ইমামবাড়িতে ফাতেহাপাঠ, মিলাদ, নেয়াজ, মার্সিয়া ও মাতম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্বমানবতা ও শান্তির অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেনের আত্মত্যাগের কথা প্রচারেও সচেষ্ট গড়পাড়া ইমামবাড়ি। কুচক্রী, পাপিষ্ঠ ইয়াজিদ ও তার দোসরদের সে নির্মম অত্যাচার আর পৈশাচিকতার কথা এবং ইমাম হোসেনের সপরিবারে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা জারি, মর্সিয়া ও মাতমের মাধ্যমে প্রকাশের জন্য প্রতিবছর ইমামবাড়ি থেকে থেকে ৩০টি কাসেদের দল দেশের বিভিন্ন অঞ্চলে বেরিয়ে যায়।

ঢাকা জেলার একাংশ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী ও নাটোর জেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ওই কাসেদের দলগুলো কারবালার বেদনাবিধুর কাহিনী বর্ণনা করে আশুরার দিন দুপুরে ইমামবাড়িতে এসে সমবেত হয় এবং তাদের সম্মিলনে বিরাট শোক মিছিল বের হয়। প্রায় অর্ধলাখ ইমামভক্ত অংশ নেন এ মিছিলে। তাই আশুরা উপলক্ষে এ শোক মিছিলকে গণ্য করা হয় দেশের সর্ববৃহৎ শোক মিছিল।

এবারও আশুরার দিন দুপুরে ইমামবাড়ি থেকে দেশের বৃহত্তম শোক মিছিল বের হবে। প্রায় অর্ধলাখ ইমামভক্তের ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মানিকগঞ্জের আকাশ-বাতাস প্রকম্পিত হবে। হজরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা ‘তাজিয়া’, তার নিজের ব্যবহার করা ঘোড়া ‘দুলদুল’ ও কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশানসহ মিছিল শুরু হবে বিকেল ৩টায়।

হজরত ইমাম হোসেন ও কারবালার প্রান্তরে শহীদ ৭২ পুণ্যাত্মর স্মরণে এ শোক মিছিল ইমামবাড়ি থেকে বের হয়ে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে অবস্থান নেবে। সেখানে ইফতার ও মাগরিবের নামাজের পর আশুরার গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা সম্পর্কে এক সভাও অনুষ্ঠিত হবে। গড়পাড়া ইমামবড়ি দরবার শরিফের প্রধান খাদেম শাহ আরিফুর রহমান বাবু এতে সভাপতিত্ব করবেন। সভায় হজরত ইমাম হোসেনের আত্মার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

মানিকগঞ্জের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা এ শোকসভায় কারবালার মহান শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করবেন। আলোচনা সভা শেষে ইসলাম ও বিশ্বশান্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হবে। গড়পাড়া ইমামবাড়ির অন্যতম খাদেম শাহ শাহজাদা বাঁধন রহমান এই পর্ব পরিচালনা করবেন।

বিএ