ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিচ্ছিল বিএনপি, সরিয়ে দিলো পুলিশ
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সকালে বিএনপির কিছু নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ
ওসি বলেন, বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। অনুমতি ছাড়া তারা এ কর্মসূচি পালন করতে চাচ্ছে। যান চলাচল বন্ধ করে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্যই পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা মহাসড়কেই থাকবো।
রাশেদুল ইসলাম রাজু/এসজে