ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

র‌্যাব-পুলিশের দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৯ জুলাই ২০২৩

কেন্দ্রঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে কিছুক্ষণ পরপর মহাসড়কে র‌্যাবের টহল চলছে। সেই সঙ্গে মহাসড়কে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিএনপির কোনো নেতাকর্মীকে মহাসড়কে দেখা যায়নি।

শনিবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

র‌্যাব-পুলিশের দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এসময় তাদের বাধা দিলে তারা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্পটে আমাদের ২০০ র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মহাসড়কেই অবস্থান করবেন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম