ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে বিএনপি কর্মীদের মারধর : আহত ৫

প্রকাশিত: ১০:১১ এএম, ১৮ মার্চ ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম জয়নাল আবেদীনের কর্মীদের মারধর ও পোস্টার লাগাতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ধোলাসাধুখা এলাকায় এ ঘটনা ঘটে। তবে শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তা আমলে নেননি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।  

আহতরা হলেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোশারফ (৪০), যুবদল নেতা ফজলুল হক (৩৩), শফিকুল ওঝা (৩০), রহমত উল্লাহ (২৮) ও মনির হোসেন (৩৫)।

বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাহাবুদ্দিন আহমেদ সমর্থীত লোকজন ও ওই ইউনিয়নে আ.লীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হুমকির সম্মুখে দিনের বেলায় ইউনিয়নের বিভিন্নস্থানে পোস্টার লাগানো সম্ভব হচ্ছে না। এ কারণে রাতে পোস্টার লাগাতে হচ্ছে। কিন্তু রাতের বেলায়ও পোস্টার লাগাতে বাধা প্রদান এবং তার কর্মীদের মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনী এলাকা ধোলাসাধুখা গ্রামে পোস্টার লাগাতে যায় তার কর্মীরা। কিন্তু ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক সুব্রত ও ছাত্রলীগ নেতা আজমীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। এতে ওই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোশারফ (৪০), যুবদল নেতা ফজলুল হক (৩৩), শফিকুল ওঝা (৩০), রহমত উল্লাহ (২৮) ও মনির হোসেন (৩৫) আহত হয়।

এ ব্যাপারে জয়নাল আবেদীন নিজে উপস্থিত হয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ তা না নিয়ে নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে তার কাছে অনুলিপি দিতে বলে। রিটার্নিং অফিসার তাকে জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে তাকে বিদায় করে দেন।  

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, আসলে বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট। তাই আমি নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে বলেছি। রিটার্নিং অফিসার আমাকে জানালেই যথাযথ ব্যবস্থা নিব।  

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস