২ ভাইকে অপহরণচেষ্টা, জনতার পিটুনিতে রোহিঙ্গার মৃত্যু
অপহরণকারীদের কবল থেকে রক্ষা পাওয়া দুই ভাই
কক্সবাজারের টেকনাফে গরু নিয়ে বাড়ি ফেরার পথে দুই ভাইকে অপহরণের চেষ্টার সময় দুই রোহিঙ্গাকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার পশ্চিম পাহাড়ের ভেতর আব্দু মালেকের ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই ভাই হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ ওয়ার্ড মিনাবাজারে শাহ আলমের দুই ছেলে মোহাম্মদ আবছার (২২) ও মোহাম্মদ
খাইরুল আমিন (১৬)।
পিটুনিতে মারা যাওয়া ব্যক্তির নাম আজিমুল্লাহ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর আহত হাসিমউল্লাহকে গুরুতর আহতাবস্থা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশের বরাতে জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কবির আহমদ মেম্বার।
তিনি বলেন, আবছার ও আমিনদের মিনাবাজারের পশ্চিম দিকে পাহাড়ের ভেতর পারিবারিক পানের বরজ, বেগুন ও মরিচের চাষাবাদ আছে। সেখানে বাড়ির গরুগুলোও চরাতে দেওয়া হয়। দুই ভাই ক্ষেতে কাজ করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে অপহরণকারীরা তাদের গতিরোধ করে তাদের বেঁধে ফেলে। তাদের চিৎকারে আশপাশের খামারিরা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। ধাওয়ার সময় দুই রোহিঙ্গা ধরা পড়ে। পিটুনির পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জাগো নিউজকে বলেন, হোয়াইক্যং মিনাবাজারের দুই সহোদর পাহাড়ে চাষাবাদ থেকে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের পাশাপাশি ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিমুল্লাহ নামের একজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসিমউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা বলে প্রাথমিক তথ্য মিললেও বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে