বন ছেড়ে লোকালয়ে লজ্জাবতী বানর
চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে ঘুরছে একটি লজ্জাবতী বানর। গত চারদিন ধরে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিভিন্ন বাড়ির আঙিনায়, গাছের ডালে ও দেওয়ালের ওপর বসে থাকতে দেখা গেছে প্রাণীটিকে।
মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা জাহেদ কাওসার জানান, পাহাড় থেকে একটি লজ্জাবতী বানর গত চারদিন ধরে বিভিন্ন বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করছে। এলাকার লোকজন কলা, পাউরুটিসহ বিভিন্ন খাবার দিচ্ছে। ধারণা করা হচ্ছে, খাবারের অভাবে বানরটি বন ছেড়ে গ্রামাঞ্চলে ছুটে আসতে পারে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, বিষয়টি অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখছি। হয়তো পথ ভুল করে প্রাণীটি গ্রামে চলে এসেছে। কেউ বিরক্ত না করলে হয়তো আবার বনে চলে যাবে।
এসআর/এএসএম