সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু লক্ষ্মীপুর থেকে উদ্ধার
সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকা থেকে অপহৃত শিশু মো. রাফিনকে (৭) দুইদিন পর উদ্ধার করেছে র্যাব-১১ সদস্যরা।
বৃহস্পতিার রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী হাকিমকে (২৩) গ্রেফতার করেছে র্যাব।
ওমান প্রবাসী টিপু সুলতানের ছেলে রাফিনকে কৌশলে গত মঙ্গলবার অপহরণ করে নিয়ে যায় এক অপহরণকারী। এসময় অপহরণকারী রাফিনের মুক্তিপণ হিসেবে সাড়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেসব্রিফিংএ লে. কমান্ডার গোলজার হোসেন এসব তথ্য জানান।
র্যাব জানায়, বাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সাদারোচ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী টিপু সুলতানের ছেলে মো. রাফিন তার মামা রফিকুল ইসলামের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা বউবাজারস্থ বাসায় বসবাস করছে। রাফিকের মা-বাবার সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্রধরে হাকিম ওই বাসায় বেড়াতে আসে এবং আইসক্রিম খাওয়ানোর কথা বলে কৌশলে রাফিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে হাকিম রাফিনের মামার মোবাইল নম্বরে অপহরণের বিষয়টি জানায় এবং রাফিনের মুক্তিপণ হিসেবে সাড়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাফিনের খালু আউয়াল অপহরণকারীর সঙ্গে মুক্তিপণ নিয়ে দরকষাকষি করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। একই সময় তারা র্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দফতরে এসে অপহরণের বিষয়টি অবহিত করে।
র্যাব আরও জানায়, র্যাবের এএসপি মো. আলমগীর হোসেন অপহরণকারীর ব্যবহৃত ফোন নাম্বারের সূত্র ধরে অপহরণকারী হাকিমের অবস্থান সনাক্ত করে। পরে সিপিসি-৩ লক্ষ্মীপুরে র্যাব ক্যাম্পের সহায়তায় সিনিয়র এএসপি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 
র্যাবের কার্যক্রম টের পেয়ে হাকিম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বটতলী রাস্তার মাথা জোনাকী সার্ভিস বাস কাউন্টারে রাফিনকে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে রাফিনকে উদ্ধার করে র্যাব।
র্যাবের অপর একটি টিম নোয়াখালী জেলার চাটখিল থানাধীন দক্ষিণ রাম নারায়ণপুরস্থ অপহরণকারী হাকিমের বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় হাকিমকে গ্রেফতার করে।
হাকিম অপহরণের ঘটনাটি র্যাবের কাছে অকপটে স্বীকার করে। হাকিম নোয়াখালী জেলার চাটখিল থানার দক্ষিণ রাম নারায়ণপুর গ্রামের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব আরও জানায়, রাফিনের বাবা-মা ওমানে কর্মরত আছেন। ইতোপূর্বে আসামি হাকিম ওমানে থাকতো। সেই সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয়। এ সুযোগ রাফিনের বাবা-মার টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় হাকিম রাফিনকে অপহরণ করে।
গ্রেফতারকৃত আসামিসহ উদ্ধারকৃত শিশুটিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়। রাফিন সিআইখোলাস্থ একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্র।
হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস