ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লেকের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:৩০ পিএম, ০২ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লেকের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) দুপুরে নির্মাণাধীন লেকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, লেকের পাশে নবজাতকের মরদেহটি দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে আমরা সেখান থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম