তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সরকার কাজ করছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাকে ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬ যুব বিশ্ব নেতা হিসেবে মনোনীত করেছেন।
শুক্রবার নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ যুব বিশ্ব নেতা হিসেবে মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
রেজাউল করিম রেজা/এমএএস/এমএস