ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ আহত ৭

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৮ মার্চ ২০১৬

বরগুনার আমতলীতে বাৎসরিক ওরশ অনুষ্ঠানে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত ও নারী ও শিশুসহ গুরুতর আরও ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমির হোসেন (১০), ফাহাদ (৭), আব্দুর রহমান (১০), সুমন (১২)সহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের ছলিমাবাদ দরবার শরীফের বাৎসরিক ওরশ অনুষ্ঠানে হাওয়াই বেলুন ফুলানোর একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই নূরুন্নাহার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। নিহত নূরুন্নাহারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলক চন্দ্র রায় আরও জানান, এ ঘটনায় রাসেল (১৮) নামের একজন বেলুন বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বাড়ি বরগুনার হেউলিয়াবুনিয়া গ্রামে।

স্থানীয় অধিবাসী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে গোছখালী গ্রামের ছলিমাবাদ দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক এ ওরশ শুরু হয়। প্রতিদিন শত শত মানুষ এ অনুষ্ঠানে অংশ নেয়। ওরশের দ্বিতীয় দিনেও (শুক্রবার) নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের শত শত মানুষ উপস্থিত ছিল। বিকেল ৫টার দিকে বিকট শব্দে বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় নিহত নূরুন্নাহার বেগম তার নাতির জন্য বেলুন কিনতে সেখানে উপস্থিত ছিলেন।

মো. সাইফুল ইসলাম মিরাজ/আরএস