ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৩ আগস্ট ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোডের বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির ব্যানারে এ বিক্ষোভ হয়।

তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা হাফিজ আহমেদ, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির ফেরদৌস আহমেদ মানিক প্রমুখ।

আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড

বক্তারা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পায়। তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দার নামে একটি চক্রান্তমূলক মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এসব রায়ে বিএনপি ভীত নয়। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।’

কাজল কায়েস/এমআরআর/জেআইএম