ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিনদিন ধরে সাগরে ভাসমান সেই ১১ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৪ আগস্ট ২০২৩

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভেসে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৪ আগস্ট) ভোরে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট থেকে ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

ভাসমান জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এফবি জুবায়দুল হক নামের ওই ট্রলারের মালিক আবুল কালাম। 

আরও পড়ুন: ট্রলারের ইঞ্জিন বিকল, তিনদিন ধরে সাগরে ভাসছেন ১১ জেলে

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিজেন কমান্ডার এমএ ছত্তার জানান, ভোরে আমরা ট্রলার ও জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক চিকিৎসা শেষে জেলেদের দুবলার চর ক্যাম্পে নিয়ে খাবারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২৯ জুলাই পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট থেকে সব সামগ্রী নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যান তারা। ১ আগস্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারের মালিক আবুল কালামকে জেলেরা ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান। পরে সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

আরএইচ/এএসএম