ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারিকেল গাছ থেকে হাত ফসকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৫ আগস্ট ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে আপেল মিয়া (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মোঘলটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

আপেল মিয়া কামারদহ ইউনিয়নের বার্নাআকুব (রসুলপুর) গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মোগলটুলি গ্রামের আলতাব হোসেনের বাড়ির একটি নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠেন আপেল মিয়া। হঠাৎ অসাবধানতাবশত হাত ফসকে গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুুল আলম শাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহী/এসআর/জেআইএম