ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৯ মার্চ ২০১৬

ঝিনাইদহে মহাসড়কে দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঝিনাইদহ থেকে উত্তরাঞ্চলের সকল প্রকার যান চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর এখন স্বাভাবিক হয়েছে। শনিবার ভোরে শৈলকুপা উপজেলার দুধসর ভূমিহীন পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৩ টার রাজশাহী থেকে খুলনাগামী আলু ভর্তি একটি ট্রাক ওই স্থানে এসে বিকল হয়ে যায়। এতে রাস্তায় কিছুটা প্রতিবন্ধকতা হলেও যানচলাচল স্বাভাবিক ছিল। পরে ভোর ৬ টার দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী রড বোঝায় একটি লরি বিকল হওয়া ওই গাড়িতে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া গাড়ি ও লরিটি রাস্তার উপর উল্টে গেলে ঝিনাইদহ থেকে উত্তরাঞ্চলের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

car

পরে সকাল ১০ টার দিকে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় ।

এফএ/এমএস