নীলফামারীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার হাসপাতাল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিটন নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চানশাপাড়া এলাকার মো. ইব্রাহিম আলীর ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে লিটনকে গ্রেফতার করা হলেও প্রাথমিক অবস্থায় কিছু পাওয়া যায়নি। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের পেছনের ছিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জাগো নিউজকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা লিটনকে আটকের পর মোটরসাইকেল তল্লাশি করে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ওসি আরও বলেন, রোববার দুপুরে লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের প্রকৃত মালিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
রাজু আহম্মেদ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান