যশোরে মাদক কারবারির যাবজ্জীবন
যশোরে পলাশ ডোম নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।
রোববার (৬ আগস্ট) জেলা ও দায়রা জজ সামছুল হক এ রায় দেন। পলাশ ডোম মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার মৃত অনিল ডোমের ছেলে।
আদালতের পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর সাদীপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে ৫০ গ্রাম হেরোইনসহ পলাশ ডোমকে আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জয়নাল আবেদীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ১৫ অক্টোবর এসআই আবুল কালাম আজাদ আসামি পলাশ ডোমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পলাশ ডোমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।
মিলন রহমান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা