ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৮ আগস্ট ২০২৩

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ চার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার মারুফা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। রোববার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে সে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্থানীয় ফলসাটিয়া বাসস্ট্যান্ডে আসার পর পূর্বপরিচিত এক বন্ধুর সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে স্কুলছাত্রী ও তার বন্ধু ফলসাটিয়া এলাকায় একটি বাড়িতে বেড়াতে যায়। সেই বাড়ির একটি ঘরে বসে তারা দুজন কথা বলার সময় ওই চারজন ঘরে ঢোকে।এরপর বন্ধুকে ঘর থেকে বের করে দিয়ে স্কুলছাত্রীকে চারজন ধর্ষণ করে।

দুপুর ১২টা থেকে বিকেল পৌনে ৫টা পযর্ন্ত মেয়েটিকে তারা আটকিয়ে রাখে। এরপর এ ঘটনা কাউকে না জানাতে হুমকি-ধামকি দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেন আসামিরা। পরবর্তী সময়ে মেয়েটি বাড়িতে গিয়ে মা-বাবাকে বিষয়টি জানায়। কিন্তু পরিবারটি ভয়ে মুখতে খুলতে সাহস পাচ্ছিল না। পরে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় অভিযুক্ত চারজনকে আটক করা হয়। সোমবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন বলে জানান শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ।

বি এম খোরশেদ/এসআর/এমএস