লাউয়াছড়ায় গাছ উপড়ে সড়কে, ছিঁড়েছে বৈদ্যুতিক তার
ভারী বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে। ছিঁড়ে যায় বৈদ্যুতিক তারও।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। দুপুরে প্রধান ফটক এলাকায় একটি গাছ উপড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ওপর পড়ে। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা এ পথে যাচ্ছিল। গাছটি সড়কে পড়ার আগেই দাঁড়িয়ে যায় অটোরিকশা। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালক ও পাঁচ যাত্রী।

এ সময় গাছের কারণে অনেক যানবাহন আটকা পড়ে। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজির সদস্যরা এসে গাছটি কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল রুটের বাসচালক আজম মিয়া বলেন, বৃষ্টি বাদলের দিনে খুব ঝুঁকি নিয়ে আমরা এ পথে বাস চালাই।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বনকর্মী এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ এলাকার কর্মীরা মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করেছেন। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এসজে/এএসএম