ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে সাবেক মেয়রের ফাঁসি দাবিতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১০ আগস্ট ২০২৩

নরসিংদী পৌরসভার সাবেক কাউন্সিলর মানিক হত্যা মামলার বিচার এবং অভিযুক্ত সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

ঝাড়ু মিছিলটি আদালত প্রাঙ্গণে যাওয়ার সময় সদর উপজেলা মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় ডিসি বোডের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেখানেই সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০ জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

নরসিংদীতে সাবেক মেয়রের ফাঁসি দাবিতে বিক্ষোভ, কুশপুতুল দাহ

এ মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দেয় বাদী পক্ষ। এরপর পুনরায় বিচারকার্য চালুর নির্দেশ দেন আদালাত। আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কামরুজ্জামান উপস্থিত হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন বাদীপক্ষের লোকজনসহ আওয়ামী লীগের একাংশ।

মিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আমিরুল হক ভূঁইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, এসএম কাইয়ুম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মো. মঞ্জুর, ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের আহমেদ জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিহতের ভাই হিরন মিয়া বলেন, নরসিংদী পৌরসভার তৎকালীন কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়াকে নৃশংসভাবে হত্যা করেন তৎকালীন সন্ত্রাসী কামরুজ্জামান কামরুল। দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। কামরুল এখন কালো টাকার প্রভাব খাটিয়ে মামলাটি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু মানিক জননেত্রী শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী ও আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিলেন, তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার বিচার দাবি করছি।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম