ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে ভর্তির ২০ মিনিটের মধ্যে ডেঙ্গুরোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:৩৭ এএম, ১১ আগস্ট ২০২৩

সাতক্ষীরায় ডেঙ্গুরোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত দুদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। এদিকে প্রথমবারের মতো সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তির ২০ মিনিটের মধ্যে মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২১ জনে। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: প্লাটিলেট বাড়াতে ডেঙ্গু রোগীরা যেসব খাবার খাবেন

এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। তার নাম ফেরদৌসি খাতুন (৩৫)। তিনি যশোরের শার্শা উপজেলা সদরের বাসিন্দা। রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি মারা যান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু সুফিয়ান রুস্তম জাগো নিউজকে বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি অন্য জেলার তুলনায় ভালো। অধিকাংশ রোগী ঢাকা অথবা বাইরের জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: জ্বর হওয়ার কতদিনের মধ্যে কোন টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে?

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে। এছাড়া মানুষকে সচেতন করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এএইচআরআর/জেডএইচ