ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১২ আগস্ট ২০২৩

ফেনীতে ছয়শ ইয়াবাসহ সাদ্দাম হোসাইন মাহিন (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন মাহিনকে আটক করে তল্লাশি চালিয়ে ছয়শ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসআই মো. আবু তাহের বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই রোহিঙ্গা তরুণকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম