ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাজেট নেই, রাজবাড়ীতে ব্যাহত মশা নিধন কার্যক্রম

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২৩

সারাদেশের মতো প্রতিদিনই রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, সর্দিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৪ জনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছেন ৬৭ জন। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। সুস্থ হয়ে বাড়ির ফিরেছেন ৭৮৩ জন রোগী।

jagonews24

তবে জেলা শহরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি জনসচেতনতা ও এডিস মশা নিধন কার্যক্রম। এখনো পৌরসভা এলাকার বেশিরভাগ ড্রেন, ডোবা ও খাল রয়েছে অপরিষ্কার।

পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধনে বাজেট স্বল্পতা ও ওষুধ ছিটানো ফগার মেশিন সংকট রয়েছে। তারপরও নিয়মিত ওষুধ ছিটানো কার্যক্রম চলামন।

জানা গেছে, পৌরসভার ১৩টি ফগার মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র তিনটি, যা জেলা শহরের অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানসহ ৯টি ওয়ার্ডের জন্য অপ্রতুল বলছেন বাসিন্দারা।

পৌরসভার বাসিন্দা আয়েশা বেগম বলেন, ‘মশার উৎপাতে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে। খাটের নিচসহ ঘরের ভেতর মশা শুধু ভনভন করে আর কামড়ায়। আমরা গরিব মানুষ, প্রতিদিন কয়েল কিনবো কিভাবে?’

মিষ্টি ব্যবসায়ী দীপেন্দ্র কুমার ঘোষ বলেন, ‘বর্তমানে মশার উৎপাত খুব বেড়েছে। সকাল ও বিকালে কারখানায় বেশি মশা দেখা যায়। ডেঙ্গুর মৌসুম হওয়ায় আমরা ভয়ে থাকি।’

jagonews24

পৌর এলাকার রাজিয়া বেগম, চম্পা বেগম, আক্কাস আলী বাবু ও আব্দুল বারেক জাগো নিউজকে বলেন, ‘ড্রেন ও ডোবা অপরিষ্কার থাকায় দিনের বেলায় মশার উৎপাত বেড়েছে। এসব স্থানে নিয়মিত ওষুধ ছিটানো হয় না। ৬-৯ মাস পর হয়তো একবার ছিটানো হয়। যখন ছিটানো হয়, তার ঘণ্টাখানেক পর আবারও মশা দেখা যায়।’

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, মশা নিধনে এখন পৌরসভার সক্ষমতা কম। বর্তমানে কোনো বাজেট নেই। ওষুধ ছিটানোর জন্য নতুন মেশিন কিনে এনেও কোনো সুফল পাচ্ছি না। একমাস ব্যবহার করতেই নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, নিজস্ব ফান্ড থেকে ওষুধের অর্ডার দিয়েছি। হয়তো সামনে কিছু বরাদ্দ পাবো। তবে মশা নিধন কার্যক্রম চলামান আছে এবং থাকবে। এখন রুটিন করে একেকদিন একেক ওয়ার্ডে ওষুধ ছিটানো হচ্ছে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস