শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরা
প্রথম ধাপে সিলেট বিভাগের সদর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
তবে আজ রোববার রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে সব ধরনের প্রচারণা। তাই শেষ সময়টুকুর যথাযথ ব্যবহার করতে চান চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থীরা। তারা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। 
বড় দু’দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে জেলা ও মহানগরের নেতারা শেষ সময়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দলের প্রার্থীদের বিজয়ী করতে চাইছেন ভোট। প্রার্থীরাও খাওয়া দাওয়া ভুলে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থী ও তাদের সমর্থকরা যেমন প্রাণ ‘বাজি’ রেখে ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালাচ্ছেন, তেমনি ভোটাররাও প্রার্থীদের যোগ্যতা বিচার করছেন পুঙ্খানুপুঙ্খভাবে। 
সিলেট মহানগর পুলিশর উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নজিরবিহীন নিরাপত্তার মধ্ যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮টি ইউনিয়নই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি ভোটকেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
সিলেট সদর উপজেলার জালালাবাদ, খাদিমপাড়া, খাদিমনগর, টুলটিকর, টুকেরবাজার, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিরগাঁও ইউনিয়নে ২২ মার্চ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান ৪০ জন, ৩৫৯ জন সাধারণ সদস্য ও ৯১ জন সংরক্ষিত নারী সদস্য লড়াই করছেন। ৮ ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭০ জন।
ছামির মাহমুদ/এসএস/এমএস