ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৫ আগস্ট ২০২৩

নাটোরের লালপুরে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪) নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন উপজেলার বাওড়া রেলব্রিজ এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়। স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ইসলাম মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস