ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো সম্মান নেই: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভিক্ষুক জাতির কোনো সম্মান নেই। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন। এজন্য তিনি স্বাধীনতার পর থেকেই দেশকে স্বাবলম্বী করতে চেষ্টা করেছিলেন। আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে, দেশ-বিদেশে যারা ষড়যন্ত্র করছে, তারাই বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল।

বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম এই আইনজীবী বলেন, আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার যে ষড়যন্ত্র সেটা করেছিল এবং এর ক্ষেত্র প্রস্তুতে সরাসরি জড়িত ছিল আমেরিকা। বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনায় আসামিদের স্বীকারোক্তি, মামলার সাক্ষী এবং তদন্তে এসব তথ্য পাওয়া গেছে। মামলার রায়ে এসবের রেকর্ড আছে।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এমআরআর/এমএস