ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিচয় গোপন করে ১০ বছর পালিয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৫ আগস্ট ২০২৩

ফেনীতে মাদকের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল্লাহকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি পরিচয় গোপন করে ১০ বছর পালিয়েছিলেন।

সোমবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শহীদুল্লাহ ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৩ সালের ৪ এপ্রিল ফেনী সদর উপজেলার গিল্লা বাড়িয়া এলাকায় ২১ বোতল ফেনসিডিলসহ বিজিবির হাতে গ্রেফতার হন শহীদুল্লাহ। ছয় মাস পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে শহীদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘ ১০ বছর ধরে শহীদুল্লাহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম