ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৬ আগস্ট ২০২৩

নড়াইল সদরে পাট কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা পল্লব (৭৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১১ জন।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবভোগ গ্রামের রাধা পল্লব বিশ্বাস ও বাহির গ্রামের সালাম শেখের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ওই জমিতে সালাম শেখ ও তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব ও তার ছেলেরা পাট কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক রাধা পল্লবকে মৃত ঘোষণা করেন।

পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া জানান, দুপুর ১২টার দিকে আহত ১২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর রাধা পল্লব নামের একজন মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাফিজুল নিলুু/এসআর/জেআইএম