সাবেক মেয়র জাহাঙ্গীরকে রাজবাড়ী আদালতে হাজিরের নির্দেশ
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে রাজবাড়ীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ২৫ অক্টোবর স্বশরীরে রাজবাড়ী আদালতে তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।
এর আগে ২০২১ সালের ২৩ নভেম্বর রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে এ মামলাটি করেন মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পরিপ্রেক্ষিতে বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেন। সম্প্রতি পিবিআই তদন্ত শেষে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করে।
বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর ৭৭২/২০২১। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচারক সুমন হোসেন সাবেক মেয়রের বিরুদ্ধে ৫০০/৫০৪ ধারায় অভিযোগ আমলে নিয়ে ২৫ অক্টোবর রাজবাড়ী আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
রুবেলুর রহমান/এএইচ/জিকেএস