টাঙ্গাইলে ডেঙ্গুতে এক বৃদ্ধার মৃত্যু, একদিনে শনাক্ত ৪২
টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় আরও ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় চারজন, দেলদুয়ার উপজেলায় একজন, মির্জাপুর উপজেলায় আটজন, ঘাটাইল উপজেলায় দুইজন, মধুপুর উপজেলায় চারজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।
আরও পড়ুন: টাঙ্গাইলে আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত
তিনি আরও জানান, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জনে। মোট সুস্থ হয়েছেন এক হাজার ১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
আরিফ উর রহমান টগর/জেএস/জিকেএস