সিলেটের ৮ ইউনিয়নে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ছবি
প্রথমবারের মতো দেশে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সিলেটের ৮টি ইউনিয়নে নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের ৫ ব্যাটালিয়নের পরিচালক মো. আব্দুর রাজ্জাক তফাদার। রোববার তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকেই সিলেটের নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পর দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে কাজ করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা জানান।
এছাড়া র্যাব-পুলিশের বিপুল সংখ্যক সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ওই আট ইউনিয়নে ৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি গুরত্ব দিয়ে কাজ করছেন।
এদিকে আজ (রোববার) রাত ১২টায় শেষ হচ্ছে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা।
ছামির মাহমুদ/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান