ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারের নতুন মেয়র মাবুকে বরণ, মুজিবকে বিদায়

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:০৭ এএম, ১৯ আগস্ট ২০২৩

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের পৌর পরিষদের কার্যকাল সমাপ্ত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) মুজিব পরিষদের কার্যকাল সমাপ্তে তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিন বরণ করা হয়েছে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবুসহ নবাগত পৌর পরিষদকে।

শুক্রবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বিদায়ী মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন নবাগত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু, প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

এসময় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নস্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, ৪ নস্বর ওয়ার্ড কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫ নস্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৬ নস্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭ নস্বর ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নস্বর ওয়ার্ড কাউন্সিলর রাজবিহারী দাশ, ৯ নস্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১০ নস্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১ নস্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, ১২ নস্বর ওয়ার্ড কাউন্সিলর এমএ মনজুর, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, ইয়াসমিন আক্তার, জাহেদা আক্তার ও নাছিমা আক্তার বকুলসহ পৌরসভার কর্মজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী সারওয়ার আলম, সচিব রাসেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা। পৌরসভা মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলামের কোরআন তেলাওয়াত ও অফিস সহকারী সুব্রত দাশের গীতা পাঠে শুরু হওয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মী, আলেম সমাজ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১২ জুন প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মাহবুবুর রহমান মাবু। এর আগে ২০১৮ সালে জুনে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী মুজিবুর রহমান নির্বাচিত হন। নবনির্বাচিত পরিষদে মেয়র ও তিনজন কাউন্সিলর নতুন মুখ হলেও চার নারী কাউন্সিলর এবং বাকিরা পুরাতনই নির্বাচিত হয়ে এসেছেন।

সায়ীদ আলমগীর/বিএ