নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী তথ্য কর্মকতার মৃত্যু
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেল ঘুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকাশ চন্দ্র জেলা সহকারী তথ্য কর্মকতা। তিনি উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে।
পুলিশ জানায়, সকালে অনেকটা সময় তিনি রেললাইনে হাঁটাহাঁটি করেন। ট্রেন আসা কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পুলিশ প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, পরিবারের তথ্যমতে প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়া কথা ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রাজু আহম্মেদ/আরএইচ/জিকেএস