ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লুটপাটে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে: মিন্টু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:২৩ এএম, ১৯ আগস্ট ২০২৩

বর্তমান সরকার প্রধান সবসময় বলেন আমাকে সবাই ক্ষমতাচ্যুত করতে চান আমার অপরাধ কি? আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন এটাই বড় অপরাধ। শুধু সমাজ নয় দেশের অর্থনীতিকে আপনি ধ্বংস করেছেন। আপনার সঙ্গীদের লুটপাটের কারণে দেশের ব্যাংকিং সেক্টর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারপরেও বলেন আপনার কি দোষ। আপনার দোষ বলে শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ছাত্রদল নেতা নিখোঁজ, রিজভীর উদ্বেগ

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনি (শেখ হাসিনা) অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের সব অধিকার লুণ্ঠন করেছেন। মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা খুন গুম করে সমাজটাকে ধ্বংস করে দিয়েছেন। এখন আপনার দোষ খুঁজে পাচ্ছেন না। একদিন আপনাকে ক্ষমতা থেকে যেতে হবে তখন বুঝবেন আপনার কত অপরাধ। অবৈধ সরকার থেকে দেশকে মুক্ত করার জন্য একদফা দাবি সরকারের পদত্যাগ। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল না। তারপরেও মানুষ যদি তাদের চায় আমাদের কোনো আপত্তি নেই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জিকেএস