উখিয়ার সীমান্ত থেকে ৭৫ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী, বাইশফাঁড়ী এবং পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
আরও পড়ুন: মেম্বারের কাছে ইয়াবা বিক্রি করতে এসে গ্রেফতার মা-ছেলে
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
সায়ীদ আলমগীর/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান