ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: এ্যানি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৯ আগস্ট ২০২৩

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। গত ১৫ বছরে শেখ হাসিনার নির্দেশে আমাদের বহু নেতাকর্মীকে খুন করেছে যৌথ বাহিনী। মানুষ এ বাহিনীর নাম দিয়েছে 'যৌথ লীগ'। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। লাখ লাখ জনতা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

jagonews24

আরও পড়ুন: শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: এ্যানি 

তিনি আরও বলেন, সরকার উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের বিশৃঙ্খল করার চেষ্টা করছে। কিন্তু লাভ হবে না। শেখ হাসিনার পতনের আন্দোলনে কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই গণতন্ত্র নিশ্চিত করবো। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো। এ আন্দোলনে জনগণ আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে।

এসময় বিএনপির সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেরদৌস আহমেদ মানিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস